Dr. Neem on Daraz
Victory Day

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২, ১২:৩৮ পিএম
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ফাইল ছবি

ঢাকাঃ দেশের গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় রাজধানীসহ সারাদেশের কেন্দ্রগুলোতে একযোগে শুরু হওয়া এক ঘণ্টার এ পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৯টি কেন্দ্রে মোট ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী ‘বি’ ইউনিটের এ ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন।

ভর্তি পরীক্ষা ঘিরে দেশের সবগুলো কেন্দ্র আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে বলে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি সূত্রে জানা গেছে।

ভর্তি পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম প্রস্তুত থাকার নির্দেশনা রয়েছে। কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা জোরদারে রয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ।

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন করেছেন ২ লাখ ৯৪ হাজার ৫২৪ জন শিক্ষার্থী। এরমধ্যে ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৯৫ হাজার ৬৩৭ জন। ‘বি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ৭১৯টি।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে