Dr. Neem on Daraz
Victory Day

ওমিক্রনের জন্য এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না: শিক্ষামন্ত্রী


আগামী নিউজ | শিক্ষা ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০৮:০৮ পিএম
ওমিক্রনের জন্য এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

ঢাকাঃ শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, “করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’র কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না।”

সোমবার (২৯ নভেম্বর) নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “ওমিক্রন নামক ভ্যারিয়েন্টটি অত্যন্ত বিধ্বংসী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে এর জন্য এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না। স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে পরীক্ষা নেওয়া হবে।”

এ সময় দলের নেতাদের উদ্দ্যেশে শিক্ষামন্ত্রী বলেন, “অপকর্মকারীরা যাতে দলে প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। সংগঠনের কার্যক্রম নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে।”

এতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়ার মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে