Dr. Neem on Daraz
Victory Day

জবিতে ‘বঙ্গবন্ধু-জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’র মোড়ক উম্মোচন


আগামী নিউজ | আতিক ইয়াসির সিয়াম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ০৪:৩২ পিএম
জবিতে ‘বঙ্গবন্ধু-জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’র মোড়ক উম্মোচন

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান (রহমান যশোরী) রচিত ‘বঙ্গবন্ধু- জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’ কাব্য গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান কাব্যগ্রন্থটি উদ্বোধন করেন।
 
এসময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নুরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো.জাকারিয়া মিয়া, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো.আশরাফ-উল-আলম, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মাদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, কাব্য গ্রন্থটিতে লেখক শত কবিতায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে