Dr. Neem on Daraz
Victory Day

দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার অনুমোদন


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৪:২০ পিএম
দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার অনুমোদন

ছবি: সংগৃহীত

ঢাকাঃ বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির আপত্তির মুখেও ১৭ শর্তে দেশে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস খোলার অনুমোদন দিয়েছে সরকার।মোনাস কলেজ (অস্ট্রেলিয়া) স্টাডি সেন্টারের শাখা স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিদেশি প্রতিষ্ঠানটির শাখা ক্যাম্পাসের অনুমোদনের চিঠি জারি করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এই চিঠিতে বলা হয়েছে, প্রস্তাবিত স্টাডি সেন্টার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এবং ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনার বিধিমালা ২০১৪’ এ বর্ণিত সকল বিধি-বিধান ও শর্ত মেনে চলবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতোই ২৫ হাজার বর্গফুট ফ্লোর এলাকা এবং প্রত্যেক শিক্ষার্থীর স্থান সংকুলান হয় এমন পর্যাপ্ত পরিমাণ শ্রেণিকক্ষ থাকতে হবে এই বিশ্ববিদ্যালয়কে। স্টাডি সেন্টার স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে নিজস্ব অথবা ভাড়া করা ভবনে কমপক্ষে ১০ হাজার বর্গফুট ফ্লোর এলাকা থাকতে হবে। পাঠদানের জন্য খন্ডকালীন শিক্ষক নিয়োগ করা যাবে।

কমিশন নির্ধারিত তিন সদস্যের সমন্বয়ে একটি বোর্ড অব ট্রাস্টিজ থাকতে হবে। পাঠ্য তালিকায় কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিষয় অন্তর্ভুক্ত থাকলে প্রতি পাঁচ জন শিক্ষার্থীর জন্য একটি কম্পিউটার এবং প্রাসঙ্গিক যন্ত্রপাতিসহ ল্যাবরেটরি স্থাপন করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.কাজী শহিদুল্লাহ বলেছেন, যথাযথ বিধিমালা অনুসরণ করেই অনুমোদনের সুপারিশ করা হয়েছে। মানসম্মত বিদেশি বিশ্ববিদ্যালয় স্থাপনে কোনো সমস্যা হবে না বলেও মনে করেন তিনি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, এটি শিক্ষার্থীদের জন্য খুবই ভালো খবর, তবে সরকারকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেনো বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো তাদেও মানের ব্যাপারে যথাযথ নির্দেশনা মেনে চলে।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে