Dr. Neem on Daraz
Victory Day

পবিপ্রবিতে সব পরিক্ষা স্থগিত


আগামী নিউজ | সাব্বির হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৭:২৩ পিএম
পবিপ্রবিতে সব পরিক্ষা স্থগিত

সংগৃহীত

পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চলমান সকল পরিক্ষা স্থগিত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

 মঙ্গলবার দুপুরে ডিন ও প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। 
তিনি জানান,"সরকারী নির্দেশনা মোতাবেক ও  স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি বিবেচনা করে ডিন ও প্রভোস্টদের সম্মতিক্রমে সকল ধরনের পরিক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০শে ডিসেম্বর চুড়ান্ত পরিক্ষা নেওয়া শুরু করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
এদিকে, সোমবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী সকল বিশ্বিবদ্যালয়ের  পরিক্ষা না নেওয়ার সিদ্ধান্তের পর এ সিদ্ধান্ত নেয় পবিপ্রবি প্রশাসন।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে