Dr. Neem on Daraz
Victory Day

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্স বন্ধ ঘোষণা


আগামী নিউজ | কুবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০৭:১৩ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্স বন্ধ ঘোষণা

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সান্ধ্য কোর্স বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সান্ধ্য কোর্স বন্ধ করতে দেওয়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নির্দেশনা মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালেয়র রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বুধবার (১১ ডিসেম্বর) ইউজিসি সদস্য প্রফেসর ড.দিল আফরোজা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সান্ধ্য কোর্স বন্ধের কথা বলা হয়। সান্ধ্য কোর্স পরিচালনা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ও ভাবমূর্তি ক্ষুন্ন করে বিধায় সান্ধ্য কোর্স বন্ধ হওয়া দরকার বলে চিঠিতে উল্লেখ করা হয়।

জানা যায়, বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালেয়র ব্যবসা শিক্ষা অনুষদের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে সান্ধ্য কোর্স চালু রয়েছে। এছাড়া কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগে এবং প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সান্ধ্য কোর্স চালু রয়েছে।

বিশ্ববিদ্যালেয় পরীক্ষা নিয়ন্ত্রক নূরুল করিম চৌধুরী বলেন, সান্ধ্য কোর্স বাতিল হওয়ার বিষয়টি জানতে পেরেছি। অফিশিয়াল কোনও চিঠি এখনো হাতে পাইনি।সান্ধ্য কোর্সে নতুন কোন ব্যাচে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না স্ব স্ব বিভাগগুলো। তবে যেসব ব্যাচ চলমান রয়েছে সেগুলো সমাপ্ত করতে পারবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো.আবু তাহের বলেন,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়টির সান্ধ্য কোর্স বন্ধ ঘোষণা করেছেন। বর্তমানে যাদের কোর্স চলমান রয়েছে তাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত চলবে। তবে সামনে থেকে নতুন কাউকে ভর্তি নেওয়া হবে না।

আগামী নিউজ/আরএম

 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে