Dr. Neem on Daraz
Victory Day

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললো ডব্লিউএইচও


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০, ১২:১০ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললো ডব্লিউএইচও

ছবি সংগৃহীত

ঢাকাঃ বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিশ্বের দেশে দেশে এখনও বন্ধ রয়েছে সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। মাসের পর মাস শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠ গ্রহণ ব্যাহত হচ্ছে। এ অবস্থায় অনেক দেশই স্বাভাবিক জীবনে ফেরার প্রয়াস চালাচ্ছে। বিভিন্ন দেশে টুকটাক করে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। আবার কোনও কোনও দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনা ঝুঁকিতে আবারও বন্ধ করে দেয়া হয়েছে।

করোনার প্রাদুর্ভাবে বাংলাদেশেও গেল (১৭ মার্চ) থেকে সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কবে খুলবে স্কুল-কলেজ, এ নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ আর অপেক্ষা যেন ফুরোচ্ছে না। ধীরে ধীরে সরকারি-বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থা সচল হলেও সরকার শিক্ষার্থীদের নিয়ে শুরু থেকেই ঝুঁকি এড়াতে চাইছে। 

তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে এবার কিছু পরামর্শ জুড়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যেতে পারে, তবে পুরোপুরিভাবে স্বাস্থ্যবিধি মেনে। 

দেশে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে- এমন প্রসঙ্গ টেনে ডব্লিউএইচও-এর প্রধান ট্রেডস আনাধম গ্যাব্রিয়েসুস কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। 

তিনি বলেছেন, ‘শিশুদের নিরাপদ রাখার দায়িত্ব কেবল শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, সরকার বা পরিবারের নয়, এটা আমাদের সবার দায়িত্ব। এখনও ঝুঁকি কেটে যায়নি, বরং মহামারি এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। তাই শিশুদের শিক্ষা দিতে হবে কীভাবে তারা নিরাপদ থাকবে, কীভাবে তারা মেনে চলবে স্বাস্থ্যবিধি। 

 আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে