Dr. Neem on Daraz
Victory Day

এমপিওভুক্ত হচ্ছেন স্কুল-কলেজের ২০৩২ শিক্ষক


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০, ১০:১৮ পিএম
এমপিওভুক্ত হচ্ছেন স্কুল-কলেজের ২০৩২ শিক্ষক

ফাইল ছবি

ঢাকাঃ নতুন করে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) এমপিও পাচ্ছেন ২ হাজার ৩২ জন শিক্ষক।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এমপিও সভায় এ সুপারিশ করা হয়।

এ ক্ষেত্রে এমপিও সুবিধার মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক রয়েছেন ১ হাজার ৫১৬ এবং কলেজ পর্যায়ের শিক্ষক রয়েছেন ৫১৬ জন।

সুপারিশ অনুযায়ী উচ্চতর গ্রেড পাচ্ছেন ৭ হাজারের বেশি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক। বদলি এমপিও সুপারিশ করা হয়েছে ২০৫ জন, পদোন্নতির সুপারিশ করা হয়েছে ২৯০ জন, এরিয়ার বেতনের সুপারিশ ৩০৭ জন শিক্ষককে। বৈঠকে মোট ১০ হাজার স্কুল এবং ৮০০ কলেজের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ভার্চ্যুয়াল ওই বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

এছাড়াও যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আমিনুর রশিদ মোমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীসহ বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা।

শিক্ষা ও শিক্ষাঙ্গনের সব খবর সবার আগে জানতে আগামী নিউজ ডট কম এর সাথেই থাকুন। শিক্ষা এবং শিক্ষা সংশ্লিষ্ট  আপনার আশে-পাশে  ঘটে যাওয়া যে কোন খবর আমাদেরকে ইমেইল করুন। আর চোখ রাখুন আগামী নিউজ ডট কম এর শিক্ষা পাতায়।

আগামীনিউজ/আশা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে