Dr. Neem on Daraz
Victory Day

পরিস্থিতি অনুকূলে না এলে এইচএসসি পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১, ২০২০, ০৭:৪১ এএম
পরিস্থিতি অনুকূলে না এলে এইচএসসি পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

ঢাকা: মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে এখনই উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৩১ মে) ফেসবুক লাইভের মাধ্যমে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও করোনা পরিস্থিতি অনুকূলে না এলে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে না। অনুকূল পরিস্থিতি তৈরি হলে দুই সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, এবারের এইচএসসি পরীক্ষা ১লা এপ্রিল শুরু হওয়ার কথা ছিল। সকল প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। কারণ এখানে ব্যাপক পরিমাণ শিক্ষার্থী, পুরোপুরি গণপরিবহন চালু হতে হবে।

মন্ত্রী বলেন, পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব না। কোনোভাবেই এ ঝুঁকি এই মুহূর্তে নেয়া সম্ভব নয় বলে আমরা মনেকরি। সে কারণে করোনা পরিস্থিতি আরো অনুকূল না হওয়া পর্যন্ত আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছি না।

আগামীনিউজ/মিজান 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে