Dr. Neem on Daraz
Victory Day

বাজেটে নতুন কর্মসংস্থান,অভ্যন্তরীণ শিল্পকে গতিশীল করা হবে


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১, ০৯:৫২ এএম
বাজেটে নতুন কর্মসংস্থান,অভ্যন্তরীণ শিল্পকে গতিশীল করা হবে

ফাইল ছবি

ঢাকাঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আসছে জাতীয় বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব আয় বাড়ানো ও অভ্যন্তরীণ শিল্প বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এফবিসিসিআইসহ ১২টি ব্যবসায়িক সংগঠনের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে ভার্চুযাল সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ অর্থনীতিকে গতিশীল করতে হলে অভ্যন্তরীণ শিল্পকে গতিশীল করতে হবে। তাহলে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তেমনি বাড়বে রাজস্ব আয়। তবে রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা হবে যেন জনগণের ওপর বাড়তি চাপ না পড়ে।’

প্রাক বাজেট আলোচনা সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে কালো টাকা সাদা করার কোনো প্রস্তাব দেয়া হয়নি বলেও জানান অর্থমন্ত্রী।

এদিকে চলমান করোনা পরিস্থিতিতে দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয় সেদিকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করে চলছে বলেও জানান তিনি।

আলোচনায় অংশ নেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- এমসিসিআই, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- ডিসিসিআই, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- সিসিসিআই, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, উইমেন এন্টারপ্রিউনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে