Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন আহমদে জামাল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১, ১১:৫৬ পিএম
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন আহমদে জামাল

ছবি; সংগৃহীত

ঢাকাঃ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমদে জামালকে পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদের নির্বাহী কমিটিরও সদস্য করা হয়েছে তাকে।

সোমবার (১৮ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

আগামী তিনবছরের জন্য আহমদে জামালকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির আগামী সভা থেকে তিনি যোগদান করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ। আহমেদ জামাল ১৯৮৪ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকের চাকরিতে যোগ দেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এবং খুলনা, রংপুর ও বগুড়া অফিসে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে