Dr. Neem on Daraz
Victory Day

ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি’র পদত্যাগ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ১১:৩০ পিএম
ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি’র পদত্যাগ

ছবি; সংগৃহীত

ঢাকাঃ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক পদত্যাগ করেছেন। ‘ব্যক্তিগত’ কারণে তার এই সিদ্ধান্ত বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

গত ৮ অক্টোবর সানাউল হক ডিএসইর চেয়ারম্যানের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। বুধবার (২১ অক্টোবর) পরিচালনা পর্ষদের সভায় তা গৃহীত হয়।

সূত্রে জানা গেছে, সম্পূর্ণ ব্যক্তিগত পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। নোটিশের পর থেকে ৩ মাস এর মধ্যে অর্থাৎ ২০২১ সালের ৮ জানুয়ারির মধ্যে নতুন এমডি নিয়োগ করবে ডিএসই।

এর আগে গত ৮ অক্টোবর পদত্যাগপত্র জমা দেন তিনি। যা বুধবার ডিএসইর পর্ষদ সভায় গৃহিত হয়েছে। তিনি এর আগে গত ৯ ফেব্রুয়ারি ডিএসইতে যোগদান করেন। তাকে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল।

সানাউল চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ডিএসইর এমডি পদে যোগ দিয়েছিলেন। তাকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল।

এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

 আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে