Dr. Neem on Daraz
Victory Day

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৪, ২০২০, ০২:১০ পিএম
বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

ছবি সংগৃহীত

ঢাকা: বকেয়া বেতনের দাবিতে রাজধানীর দক্ষিণ খান সংলগ্ন বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। রেদওয়ান গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে এ বিক্ষোভ ও অবরোধ করেন।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে দশটা থেকে পৌনে এগারটা পর্যন্ত সড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানায়, তাদের ৬ মাসের বেতন বাকি আছে, তাই তারা রাস্তায় নেমেছে। কিন্তু গার্মেন্টেস’র মালিক ও বিজিএমইএ’র কোন প্রতিনিধি না আসায় পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে তারা গার্মেন্টেসের সামনে অবস্থান নিয়েছে।

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে