Dr. Neem on Daraz
Victory Day

হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নে জরিমানা লাগবে না


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জুলাই ২, ২০২০, ০৩:১৭ পিএম
হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নে জরিমানা লাগবে না

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে জরিমানা আর সারচার্জ ছাড়াই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে। ​বৃহস্পতিবার (২ জুলাই) ডিএনসিসির পক্ষ থেকে এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির আওতাধীন করদাতাদের ২০১৯-২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের ওপর ১৫% সারচার্জ এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন ফি জরিমানা ছাড়াই পরিশোধের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।

আগামীনিউজ/এসএআই/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে