Dr. Neem on Daraz
Victory Day

জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমার সুযোগ বেড়েছে ৩ মাস


আগামী নিউজ প্রকাশিত: জুলাই ২, ২০২০, ০২:১১ পিএম
জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমার সুযোগ বেড়েছে ৩ মাস

ঢাকা : করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের কথা বিবেচনায় নিয়ে বিদায়ী ২০১৯- ২০ করবর্ষে যেসব ব্যক্তি শ্রেণি এবং কোম্পানি করদাতা এখনো রিটার্ন দাখিল করতে পারেনি তাদের শর্ত সাপেক্ষে জরিমানা-সুদ ছাড়া আয়কর বিবরণী দাখিলের সুযোগ তিন মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিনা জরিমানায় আয়কর রিটার্ন জমা দেয়া যাবে। তবে উৎসে কর কর্তন বা আদায় ও জমার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

সব শ্রেণির করদাতার জন্য যেসব ক্ষেত্রে পরিপালনের সময়সীমা ২৬ মার্চ থেকে এ পর্যন্ত উত্তীর্ণ হয়েছে অথবা আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তীর্ণ হবে সেসব ক্ষেত্রে পরিপালনের বর্ধিত সময়সীমা ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে একটি আদেশ জারি করা হয়েছে।  

আদেশে বলা হয়, আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর আওতায় কোনো আয়কর কর্তৃপক্ষ বা কর আপিলাত ট্রাইব্যুনালের যেসব কার্যক্রমের সময়সীমা ২৬ মার্চ থেকে এ পর্যন্ত উত্তীর্ণ হয়েছে অথবা আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তীর্ণ হবে সেসব ক্ষেত্রে বর্ধিত সময়সীমা ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হলো। দুই ক্ষেত্রেই রিটার্ন জমার ক্ষেত্রে বিলম্বজনিত সুদ, জরিমানা প্রযোজ্য হবে না।

২০২০-২১ অর্থবছরের অগ্রীম করের প্রথম কিস্তি ১৫ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে এবং ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে উৎসে কর্তিত ও আদায় করা কর নির্ধারিত বিধিবদ্ধ সময়ে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

আগামীনিউজ/তরিকুল/মনির
   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে