Dr. Neem on Daraz
Victory Day

২৭৮ পোশাক কারখানার শ্রমিক পেলো মার্চ মাসের বেতন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ১০:৩৭ পিএম
২৭৮ পোশাক কারখানার শ্রমিক পেলো মার্চ মাসের বেতন

ঢাকা: দেশের ২৭৮ টি পোশাক কারখানা তাদের শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ করেছে। গার্মেন্টসগুলো বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন(বিজিএমইএ) অন্তর্ভুক্ত।

এর আগে গত মঙ্গলবার আগামী ১৬ এপ্রিলের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন দিয়ে দেয়ার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। একই সময়ের মধ্যে শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধের জন্য সদস্যভুক্ত কারখানার প্রতি অনুরোধ জানিয়েছিল পোশাক মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
 
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিজিএমইএ জানায় বেঁধে দেওয়া সময়ের আগেই শ্রমিকদের বেতন পরিশোধ করলেন এসব কারখানার মালিকেরা।

এছাড়া করোনা ভাইরাসের কারণে শ্রমিকদের সুরক্ষায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে সদস্যদের প্রতি একইভাবে অনুরোধ জানানো হয় পোশাক মালিকের এই দুই সংগঠনের পক্ষ থেকে। এ বিষয়ে সদস্যদের চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়।


আগামী নিউজ/মিঠু/নাঈম    


 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে