Dr. Neem on Daraz
Victory Day

স্বল্প সুদে ব্রোকার মালিকদের ঋণ


আগামী নিউজ প্রকাশিত: এপ্রিল ৮, ২০২০, ১২:৩০ পিএম
স্বল্প সুদে ব্রোকার মালিকদের ঋণ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেছেন, করোনা লকডাউনে সব শেয়ারহোল্ডার, ক্ষুদ্র বিনিয়োগকারী চরম ক্ষতির শিকার। এই পরিস্থিতিতে আর্থিক সাপোর্ট না পেলে অনেককেই প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। সেজন্য ব্রোকার মালিকদের স্বল্প সুদের ঋণ দেওয়া উচিত। বাংলাদেশ প্রতিদিনকে মিনহাজ মান্নান বলেন, শেয়ারবাজারে ব্যাপক ধসের কারণে আমরা পুঁজি হারিয়েছি। অনেক ব্রোকারেজ প্রতিষ্ঠান তাদের শাখা বন্ধ করে দিয়েছে। ১২শ কোটি টাকার লেনদেন ৩০০ কোটি টাকার নিচে চলে এসেছে। আড়াইশ ব্রোকারেজ প্রতিষ্ঠান এই লেনদেনে কোনোভাবেই তাদের অফিস ব্যয়, কর্মচারীর বেতন পরিশোধ করতে পারছে না। ফলে অনেকেই কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছেন। এখন এই লকডাউনে সবকিছু বন্ধ হওয়ায় ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে শেয়ারবাজার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার বিভিন্ন খাতে প্রণোদনা ঘোষণা করেছে। শেয়ারবাজারে আলাদা করে বরাদ্দ দরকার নেই। তবে আর্থিক সাপোর্ট দিতে কম সুদে ঋণ দেওয়া উচিত। পরিস্থিতির উন্নতি হলে কর্মচারীদের বেতন ভাতা দিতেই পারবে অনেকে। তাই এসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হলে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে। আর্থিক এই সহযোগিতা ছাড়া বাজার আরও বেশি সংকটে পড়বে। তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি ট্রানজেকশন ট্যাক্স মওকুফ করার জন্য। শেয়ারবাজারে ট্রানজেকশন ট্যাক্স মওকুফ করার খুবই জরুরি। বর্তমান পরিস্থিতিতে এই কর মওকুফ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এতে উপকৃত হবে কয়েক লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

আগামী নিউজ/নাঈম
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে