Dr. Neem on Daraz
Victory Day

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১, ২০২০, ০১:০৯ পিএম
রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা: পবিত্র রমজান মাসকে সামনে রেখে ঢাকাসহ সারাদেশে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি)।

বুধবার (০১ এপ্রিল) সকাল থেকে এ কার্যক্রম শুরু করা হয়। টিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে সংস্থাটি। এছাড়া এ কর্মসূচির আওতায় রমজানের আগে ছোলা ও খেজুরসহ মোট পাঁচ পণ্য বিক্রি করা হবে। এ বিক্রি কার্যক্রম ২০ মে পর্যন্ত চলবে। তবে শুক্রবার এ কার্যক্রম বন্ধ থাকবে। 

ঢাকায় ৫০টি ও চট্টগ্রামে ১৬টি স্থানে খোলা ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরে ১০টি করে ও জেলা সদরে ৪টি করে স্থানে টিসিবি এসব পণ্য বিক্রি শুরু হয়।

আর টিসিবির বিক্রয় কেন্দ্র থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবে। টিসিবি ৫০ টাকা কেজি দরে চিনি ও মসুর ডাল এবং ৮০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি করছে।

আগামীনিউজ/ইয়াকুব/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে