Dr. Neem on Daraz
Victory Day

করোনা মোকাবেলায় ৩ লাখ ডলার জরুরি অনুদান এডিবির


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৮, ২০২০, ১২:২৪ পিএম
করোনা মোকাবেলায় ৩ লাখ ডলার জরুরি অনুদান এডিবির

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকারকে তিন লাখ ডলার জরুরি অনুদান দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক(এডিবি)।

শনিবার (২৮ মার্চ) এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে জানানো হয় করোনা ভাইরাস মোকাবিলার জন্য চিকিৎসকদের জন্য সুরক্ষার জন্য যন্ত্রপাতি, এন৯৫ মাস্ক, সুরক্ষা গগলস, অ্যাপ্রোন, থার্মোমিটার ও বায়োহ্যাজার্ড ব্যাগ সংগ্রহ করা হবে।

স্বাস্থ্য অধিদফতর এই তালিকা অগ্রাধিকার ভিত্তিতে তৈরি করেছে। এই ইক্যুইপমেন্ট করোনাভাইরাস মোকাবিলায় সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে মনে করে এডিবি।

এডিবির বাংলাদেশ প্রধান মনমোহন প্রকাশ এতে বলে, ‘স্বাস্থ্য ও আর্থিক খাতে আরও বেশি সহায়তা দেওয়ার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি।’

উল্লেখ্য, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে করোনাভাইরাস মোকাবিলার জন্য গত ১৮ মার্চ এডিবি ৬৫০ কোটি ডলারের একটি প্যাকেজ ঘোষণা করে।

আগামীনিউজ/মিঠু/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে