Dr. Neem on Daraz
Victory Day

দেশে সয়াবিন তেলের দামের রেকর্ড


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মে ২৮, ২০২১, ০৮:৫৮ এএম
দেশে সয়াবিন তেলের দামের রেকর্ড

ফাইল ফটো

ঢাকাঃ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছে সয়াবিন তেল। এখন থেকে বোতলজাত এ ভোজ্যতেল কিনতে গুনতে হবে ১৫৩ টাকা। অর্থ্যাৎ প্রতিলিটার সয়াবিন তেলের দাম এক সঙ্গে বেড়েছে ১২ টাকা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। 

এপ্রিল মাসে ৫ টাকা দর বৃদ্ধির পর আবার ৩ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় সংগঠনটি। তখন প্রতিলিটার বোতলজাত সয়াবিন ১৪১ টাকা মূল্য ঠিক করা হয়। এই দাম এক লাফে ১২ টাকা বেড়ে প্রতিলিটার ১৫৩ টাকা হয়েছে।

নতুন দাম অনুযায়ী বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭২৮ টাকা নির্ধারণ হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১২৯ টাকা এবং খোলা পাম সুপারের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে