Dr. Neem on Daraz
Victory Day

সরকারকে ফাঁকি দিয়ে নিজের উন্নয়ন হয় না মন্তব্য তথ্য প্রতিমন্ত্রীর


আগামী নিউজ | জামালপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৭:২৭ পিএম
সরকারকে ফাঁকি দিয়ে নিজের উন্নয়ন হয় না মন্তব্য তথ্য প্রতিমন্ত্রীর

সরকারকে ফাঁকি দিয়ে নিজের উন্নয়ন হয় না বালে উল্যেখ করে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেন, সরকারকে ফাঁকি দিয়ে নিজের পায়ে কুড়াল মারা হয়।

শনিবার (১৬ নভেম্বর) জামালপুরে চারদিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চারদিন ব্যাপী এবারের মেলায় আয়কর বিবরণীর ফরম দাখিল থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথ রয়েছে। একই ছাদের নিচে মিলবে সব সেবা। মেলায় সহায়তা কেন্দ্রে অপেক্ষা করছেন কর্মকর্তারা, করদাতারা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে।

মেলায় ই-টিআইএন নিবন্ধন ও আয়কর বিবরণী গ্রহণ, কর পরিশোধ, আয়কর বিবরণী পূরণে সহায়তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা থাকছে।

সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এ স্লোগানকে সামনে রেখে জামালপুর শহরের স্টেশন রোড়ে আয়কর অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে  সার্কেল-০৭ এর সহকারী কমিশনার প্রীতিশ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার বাছির উদ্দিন, জামালপুর চেম্বার অব কর্মাসের সভাপতি রেজাউল করিম রেজনু ও সর্বোচ্চ করদাতা রঞ্জন কুমার সিংহ প্রমূখ।

 

আগামী নিউজ/ এসআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে