Dr. Neem on Daraz
Victory Day

করোনায় বাতিল হলো ১১২৩ কারখানার ক্রয়াদেশ: বিজিএমইএ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ০৫:৩৭ পিএম
করোনায় বাতিল হলো ১১২৩ কারখানার ক্রয়াদেশ: বিজিএমইএ

করোনাভাইরাসের কারণে দেশের তৈরি পোশাক খাতে এখন পর্যন্ত এক হাজার ১২৩টি কারখানার ক্রয় আদেশ বাতিল করেছেন ক্রেতারা। বাতিলে হওয়া অর্ডার ছিল ৯৬৭ দশমিক ০১ মিলিয়ন পিস পোশাকের, যার মূল্য ৩ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) গণমাধ্যমকে এই তথ্য দেন তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

এতে জানানো হয়, করোনাভাইরাসের প্রভাবে বিক্রয়কেন্দ্র বন্ধ থাকায় একের পর এক ক্রয়াদেশ বাতিল করছেন ক্রেতারা। এ পর্যন্ত ১ হাজার ১২৩টি কারখানা থেকে ক্রয় আদেশ বাতিল হয়েছে যেখানে কাজ করছেন ২ দশমিক ২৪ মিলিয়ন শ্রমিক।

এর আগে গতকাল বুধবারএতে বলা হয়, করোনাভাইরাসে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে তৈরি পোশাক ক্রেতাদের দায়িত্বশীল আচরণের অনুরোধ জানিয়েছে পোশাক খাতের এশিয়ার নয়টি সংগঠনের জোট সাসটেইনেবল টেক্সটাইল অব দ্যা এশিয়ান রিজিয়ন (এসটিএআর)।

একইসঙ্গে রপ্তানি আদেশ বাতিল করলে শতভাগ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় তারা।


আগামী নিউজ/আরিফ/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে