Dr. Neem on Daraz
Victory Day

সারাদেশে খোলা ৪১ গার্মেন্টস খোলা:বিজিএমইএ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: এপ্রিল ৮, ২০২০, ০৪:৩৩ পিএম
সারাদেশে খোলা ৪১ গার্মেন্টস খোলা:বিজিএমইএ

ঢাকা: সারাদেশে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের(বিজিএমইএ)সদস্যভুক্ত ৪১ টি গার্মেন্ট খোলা আছে। 

বুধবার(৮এপ্রিল) বিজিএমইএয়ের পক্ষ থেকে  সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।  জানানো হয়, সাভারের আশুলিয়া এলাকায় ছয়টি, চট্টগ্রামে ১০ টি, গাজীপুরে ২১ টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৪টি গার্মেন্টস খোলা রয়েছে।  তবে নারায়নগঞ্জে কোন পোশাক কারখানা খোলা নেই। 

এদিকে গার্মেন্টস খোলা রাখলে শ্রমিকদের স্বাস্থ্যপরীক্ষা করে নেওয়া উচিত বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ভাইরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নজরুল ইসলাম। 

তিনি বলেন, ‘অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা যেন চার ফুট দূরে দূরে বসে কাজ করতে পারে সে ব্যবস্থা রাখতে হবে। আর যাদের সর্দি-কাশি আছে তারা যেন কাজে যোগ না দেয় সেই দিকে খেয়াল রাখতে হবে।


আগামী নিউজ/মিঠু/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে