Dr. Neem on Daraz
Victory Day

গাজীপুরে সড়ক ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার


আগামী নিউজ | মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ১৭, ২০২১, ০৯:১৪ পিএম
গাজীপুরে সড়ক ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

ছবি: আগামী নিউজ

গাজীপুরঃ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা সড়ক ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বাহাদুরপুর বাজারের কাঁচামাল ব্যবসায়ী মোনায়েম খাঁর অভিযোগের ভিত্তিতে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার (১৬ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়।  

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠালে আদালত প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মালেক খসরু খান বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেফতারকৃতরা হলো হামিদুল ইসলাম (২৮), মিজানুর রহমান ওরফে কেটু মিজান (২৯), তারিকুল ইসলাম রাহাত (২৩), ইমরান সরকার (২৬), সোহেল (৩০) ও রিপন কুমার সাহা (৩৮)। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া অটোরিক্সাসহ ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক- মহাসড়কে ডাকাতি করতো। 

ওসি মোহাম্মদ মালেক খসরু জানান, গাজীপুর সদর থানার বাহাদুরপুর বাজারের কাঁচামাল ব্যবসায়ী মোনায়েম খাঁ গত ৮ জুন ভোরে ভোগড়া বাইপাস কাঁচামালের আড়ৎ থেকে মালামাল কিনে বাহাদুরপুর বাজারে যাচ্ছিল। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় ৬/৭ জনের একদল ডাকাত তার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই ডাকাতেরা তাকে মারধোর করে প্রায় ৯০ হাজার টাকার কাঁচামাল লুটসহ অটোরিক্সা নিয়ে যায়। এ সময় তার
কাছে থাকা নগদ ৪৭ হাজার টাকাও লুটে নেয় ডাকাতেরা। পরে ব্যবসায়ী মোনোয়েম খাঁ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গুরুত্ব সহকারে সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতি
কাজে জড়িত ৬ জনকে বুধবার (১৬ জুন) রাতে গ্রেফতার করে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে