Dr. Neem on Daraz
Victory Day

দুর্নীতি ঘটলেই ব্যবস্থা, দুদক চেয়ারম্যানের হুঁশিয়ারি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২, ২০২০, ০৭:৩৮ পিএম
দুর্নীতি ঘটলেই ব্যবস্থা, দুদক চেয়ারম্যানের হুঁশিয়ারি

ছবি সংগৃহীত

ঢাকা: ত্রাণসহ সরকারি খাদ্য সহায়তায় দুর্নীতি ঘটলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

মঙ্গলবার (০২ জুন) দুদকের প্রধান কার্যালয়ে এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।

‘ত্রাণ বিতরণে দুর্নীতি, খাদ্য গুদামের খাদ্যসামগ্রী অবৈধভাবে বিক্রি, কতিপয় ডিলার কর্তৃক খাদ্যসামগ্রী আত্মসাৎসহ এ জাতীয় অভিযোগে কমিশন কর্তৃক গৃহীত আইনি কার্যক্রম’-এর সর্বশেষ অগ্রগতি বৈঠকে চেয়ারম্যানকে অবহিত করা হয়।

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে অফিস পরিচালনার জন্য দুদক কর্তৃক গঠিত ভিজিল্যান্স কমিটির কার্যক্রমও তাকে অবহিত করা হয়।

কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালে সরকারি খাদ্য সহায়তা ও ত্রাণ বিতরণে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে ঢাকা, বগুড়া, রংপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, শেরপুর, বরগুনা,নড়াইল, শরীয়তপুর, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু মামলা করা হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আসামি গ্রেফতার হয়েছে।

এসব নিয়ন্ত্রণমূলক কার্যক্রমে কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করায় দুদক চেয়ারম্যান সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, সময় যত কঠিনই হোক না কেন দুর্নীতির ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই।

আগামীনিউজ/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে