Dr. Neem on Daraz
Victory Day

নগদ অর্থ সহায়তায় অনিয়ম, ২ ইউপি চেয়ারম্যানসহ ৫ সদস্য বরখাস্ত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৮, ২০২০, ০৩:১০ পিএম
নগদ অর্থ সহায়তায় অনিয়ম, ২ ইউপি চেয়ারম্যানসহ ৫ সদস্য বরখাস্ত

ছবি সংগৃহীত

ঢাকা: সরকারি নিয়ম-নীতির ব্যত্যয় ঘটিয়ে প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয় নগদ অর্থ সহায়তা কর্মসূচিতে অনিয়মের অভিযোগে ২ ইউপি চেয়ারম্যানসহ ৫সদস্য বরখাস্ত করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হয়েছে। এ নিয়ে ৭১ জনপ্রতিনিধিকে  বরখাস্ত করেছে সরকার।

সরকারি নিয়ম-নীতির ব্যত্যয় ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে ২ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৩ জন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আগামীনিউজ/তরিকুল/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে