Dr. Neem on Daraz
Victory Day

সরকারি চাল আত্মসাতের ঘটনায় দুদকে মামলা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৮, ২০২০, ০২:২১ পিএম
সরকারি চাল আত্মসাতের ঘটনায় দুদকে মামলা

ছবি সংগৃহীত

ঢাকা: গাইবান্ধা জেলায় ৩৬.৪৮০ মেট্রিক টন সরকারি চাল আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা গ্রহণ করেছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি লিপিবদ্ধ করা হয়। 

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো. আলাউদ্দিন বসুনিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়ার এলাকার খাদ্য বান্ধব কর্মসূচি-এর ডিলার মো.হামিদুল রহমানকে আসামি করা হয়।

সোমবার (১৮ মে) দুদকের জানসংযোগ বিভাগ থকে এ বিষয়টি জানানো হয়েছে।     

মামলার অভিযোগে বলা হয়, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়ার এলাকার কার্ডধারী ৭৬ জন ভোক্তার নাম তালিকায় সঠিক থাকা সত্ত্বেও তাদের নামীয় চাল না দিয়ে (কার্ডধারীদের) মাস্টার রোলে যথারীতি ভোক্তাদের নামে জাল-জালিয়াতর মাধ্যমে ভুয়া স্বাক্ষর/টিপসহি  দিয়ে বিক্রি দেখিয়ে উক্ত ৭৬ জন কার্ডধারীর ১৬ মাসের ৩০ কেজি হিসাবে ৩৬.৪৮০ মেট্রিক টন সরকারি চাল আত্মসাৎ করে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপসহকারী পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তাকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামীনিউজ/তরিকুল/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে