Dr. Neem on Daraz
Victory Day

এসিআইয়ের ওয়্যারহাউজকে ১০ লাখ টাকা জরিমানা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৪, ২০২০, ১১:১৩ এএম
এসিআইয়ের ওয়্যারহাউজকে ১০ লাখ টাকা জরিমানা

ঢাকাঃ গাজীপুরের টঙ্গীতে এসিআই কনজ্যুমার ওয়্যারহাউসের গোডাউনে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ওই ওয়্যারহাউসের মালিক ফয়সাল আহমেদ সজিবকে ১০ লাখ টাকা জরিমানা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

মঙ্গলবার (২৪ মার্চ) র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার বিকাল থেকে রাত নয়টা পর্যন্ত টঙ্গীর আনারকলি রোড সংলগ্ন এলাকায় এসিআই ওয়্যারহাউসে এই অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে প্রায় দুই কোটি টাকার মেয়াদোত্তীর্ণ এসিআইয়ের বিভিন্ন সামগ্রী জব্দ করে র‌্যাব। 

তিনি আরো বলেন, এসিআই কনজ্যুমারের মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য সারাদেশ থেকে টঙ্গীর ফয়সান সজিবের গোডাউনে রেখে মেয়াদ বাড়ানো হতো। সজিব ওই গোডাউনের মালিক। তার মাধ্যমে অবৈধভাবে মেয়াদ বাড়িয়ে এসব পণ্য পুনরায় বাজারজাত করা হতো।

অভিযানে দেখা যায় পণ্যগুলোর মধ্যে রয়েছে সাবান, কয়েল, হারপিক ও ওয়াশিং পাউডারসহ বিভিন্ন পণ্য। এসব পণ্য এসিআই থেকে কম মূল্যে কিনে বেশি দামে বিক্রি করা হতো। গোডাউনের মধ্যে আরও প্রায় আট কোটি টাকার মালামাল রয়েছে। সেগুলোর মেয়াদ মাত্র এক মাস রয়েছে। তার আরও গোডাউন রয়েছে। সেগুলোতেও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

আগামী নিউজ/আরিফ/বাবুল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে