Dr. Neem on Daraz
Victory Day

‘এমন আত্মহননকারী মানুষ আমরা, স্বজাতিকে বিষ খাওয়াই!’


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯, ০২:০৩ পিএম
‘এমন আত্মহননকারী মানুষ আমরা, স্বজাতিকে বিষ খাওয়াই!’

ঢাকা: ‘এমন আত্মহননকারী মানুষ আমরা যারা কি না স্বজাতিকে বিষ খাওয়াই’? প্রশ্ন রেখেছেন র‌্যাবের ভ্র্যামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

দীর্ঘ ভেজালবিরোধী অভিযান শেষে শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে নিজের ফেসবুক পেজে এই প্রশ্ন রাখেন তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মধ্যরাত থেকে শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তে অভিযান চালায় র‌্যাব-১০-এর ভ্র্যামমাণ আদালত। ঢাকা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের টিমও তাদের সহযোগিতা করে।

সারোয়ার আলম জানান, অভিযানে দেখা যায় সামুদ্রিক মাছকে সতেজ দেখানোর জন্য কাপড়ে ব্যবহার করা রঙ পানির সঙ্গে মিশিয়ে তাতে মাছ চুবিয়ে রাখা হয়েছে। এজন্য একজনকে এক বছর এবং অন্য আরেকজনকে ছয় মাস কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় রঙমিশ্রিত ৪৬০ কেজি পোয়া মাছ জব্দ করা হয়।

তাছাড়া চাষ ও বিক্রয়নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রয় করায় তিনজনকে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ১০ টন আফ্রিকান মাগুর জব্দ করা হয়।

আগামী নিউজ/এমআরএস/এসএম/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে