Dr. Neem on Daraz
Victory Day

রাজধানীতে ৩০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৯, ০৫:৪৪ পিএম
রাজধানীতে ৩০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

ঢাকা: রাজধানীর চকবাজারের ছোটকাটরা এলাকা থেকে ৩০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১১ ডিসেম্বর) কোস্টগার্ডের বিশেষ অভিযানে এ জালগুলো জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবনে সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজারে চক মোগলটুলী এলাকার তিনটি গুদামে এ অভিযান চালানো হয়। এতে দেড় কোটি মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা।

অভিযান চলাকালীন সময় ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোঃ আলমগীর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স উপস্থিত ছিলেন। পরবর্তীতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি এবং দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

আগামী নিউজ/এমআরএস/এআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে