Dr. Neem on Daraz
Victory Day

মাগুরায় ৭ শিবির নেতার কারাদণ্ড


আগামী নিউজ | মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৫:৫২ পিএম
মাগুরায় ৭ শিবির নেতার কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মাগুরাঃ জেলার শালিখায় পুলিশের উপর হামলার ঘটনায় জামাত শিবিরের ৭ নেতাকর্মীকে ৭ বছর  করে সশ্রম কারাদ- দিয়েছে আদালত।

আজ সোমবার দুপুরে মাগুরার মূখ্য বিচারিক হাকিম আদালত এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে ফারুক, সরোয়ার, কামাল, নাজমুল, নাজিমুদ্দিন, ইমরুল ও শাওন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যাডভোকেট অজেদা সিদ্দিকী জানান, ২০১৩ সালের ২৯ আগস্ট জামাত শিবিরের  বেশকিছু নেতাকর্মী মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামে মদিনাতুল উলুম মাদরাসা সংলগ্ন মজসিদের মধ্যে সরকার ও রাষ্ট্র বিরোধী গোপন বৈঠক করছিল।

খবর পেয়ে শালিখা থানা পুলিশ সেখানে পৌঁছলে তারা পুলিশের উপর হামলা করে। এ ঘটনায় পুলিশের দুইজন উপ-পরিদর্শক (এসআই) কয়েকজন পুলিশ সদস্য মারাত্মকভাবে জখম হয়। এ ঘটনায় ওই বছর ৩০ আগস্ট তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক (এস আই) ইদ্রিস আলী বাদী হয়ে শালিখা থানায় সুনির্দিষ্টভাবে ১৫ জন জামাত নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামী করে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ২০ নভেম্বর আদালতে আসামীদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।

পরবর্তী সাক্ষ্য প্রমাণাদি শেষে সোমবার দুপুরে মাগুরার মূখ্য বিচারিক হাকিম মোহাম্মদ জিয়াউর রহমান ৭ আসামীকে দোষী সাবস্ত করে প্রত্যেককে ৭ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে