Dr. Neem on Daraz
Victory Day

আদালতের বিষয়ে সিদ্ধান্ত হবে পরিস্থিতি বিবেচনায়


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১, ০৪:৩৪ পিএম
আদালতের বিষয়ে সিদ্ধান্ত হবে পরিস্থিতি বিবেচনায়

ফাইল ছবি

ঢাকাঃ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে উচ্চ আদালতের বেঞ্চ সংখ্যা বাড়ানো হবে, নাকি সব আদালত বন্ধ ঘোষণা করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়মিত মামলার শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা দৈনিক পরিস্থিতি দেখছি, পর্যবেক্ষণ করছি। পরিস্থিতির আলোকে আমরা সিদ্ধান্ত নেবো।’ এ সময় তিনি আইনজীবীসহ সকলকে সতর্ক থাকতে পরামর্শ দেন।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘ভার্চুয়াল আইন হওয়াতে কোর্ট চালানো যাচ্ছে। না হলে কোর্ট বন্ধ করে দিতে হতো। এখনও ভারত-পাকিস্তানে আইন হয়নি। পাকিস্তানে এখনও শারীরিক উপস্থিতিতে কোর্ট হয়।’

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে