Dr. Neem on Daraz
Victory Day

পাসের দেড় যুগ পর বিসিএসে ভাইভার সুযোগ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ২১, ২০২০, ১২:৩০ পিএম
পাসের দেড় যুগ পর বিসিএসে ভাইভার সুযোগ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ প্রায় দেড়যুগ আগে বিসিএস (স্বাস্থ্য) প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ সুমনা সরকারের ভাইভা (মৌখিক) পরীক্ষা নিতে বলেছে আপিল বিভাগ।

সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পিএসসির করা আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ।

আদালতে সুমনা সরকারের পক্ষে আইনজীবী মোতাহার হোসেন সাজু ও সেলিনা আক্তার চৌধুরী এবং পিএসসির পক্ষে শামীম খালেদ শুনানি করেন।

মোতাহার হোসেন সাজু বলেন, আবেদনটি নিষ্পত্তি করে আপিল বিভাগ পিএসসিকে সুমনা সরকারের ভাইভা পরীক্ষা নিতে বলেছে। ডা. সুমনা বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন।

আইনজীবীরা জানান, ২০০৩ সালে সুমনা সরকার ২৩তম বিসিএস (স্বাস্থ্য) প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় পাস করেন। কিন্তু তার মূল সনদ দেখাতে না পারায় ভাইভা পরীক্ষায় তার কার্ড ইস্যু করা হয়নি। এরকম ছিলেন আরও ২৯২ জন। এর মধ্যে ১২ জন হাইকোর্টে রিট দায়ের করেন।

ঐ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট তাদের ভাইভা পরীক্ষা নিতে পিএসসিকে নির্দেশ দেয়। পরে তারা নিয়োগ পান। এ ঘটনার পর সুমনা সরকার তার একটি প্রবেশন সনদসহ পিএসসির বরাবর একটি দরখাস্ত দেন ভাইভা নেওয়ার জন্য। পিএসসি তাকে সুযোগ না দেওয়ায় ২০০৯ সালে হাইকোর্টে রিট করেন।

ঐ রিটের দীর্ঘ শুনানি নিয়ে ২০১৫ সালে এক রায়ে হাইকোর্ট ভাইভা পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করে পিএসসি। চেম্বার জজ আদালত হাইকোর্টের রায়টি স্থগিত করে দেয়। আপিল বিভাগে ঐ আবেদনের উপর শুনানি হয়। শুনানি শেষে স্বচ্ছ আদালত ভাইভাই পরীক্ষা নিতে পিএসসিকে নির্দেশ দেয়।

আইনজীবীরা জানান, আদেশ পাওয়া গেলে জানা যাবে কতদিনের মধ্যে ভাইভা পরীক্ষা নিতে হবে পিএসসিকে।

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে