Dr. Neem on Daraz
Victory Day

হালদায় ডলফিন হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১২, ২০২০, ০১:২০ পিএম
হালদায় ডলফিন হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

ছবি সংগৃহীত

ঢাকা: প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য অভয়ারণ্য চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে ডলফিন হত্যা বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে ই-মেইলে আদালতকে জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল কোর্ট এ নির্দেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

ডলফিন হত্যা বন্ধে সোমবার (১১ মে) ভার্চুয়াল কোর্টে রিট করা হয়। রিটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব, স্থানীয় নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

হালদায় নির্বিচারে ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনার পাশাপাশি ডলফিন হত্যা বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানাতে রুল জারির আবেদন জানানো হয়।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে