Dr. Neem on Daraz
Victory Day

কোর্ট বন্ধের আবেদনের পরবর্তী শুনানি ২৩ মার্চ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৯, ২০২০, ১২:২৬ পিএম
কোর্ট বন্ধের আবেদনের পরবর্তী শুনানি ২৩ মার্চ

ঢাকা : করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে আদালত পূর্ণ বন্ধ থাকবে কি না, সেই বিষয়ে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে পরবর্তী শুনানি ২৩ মার্চ হবে বলে দিন ঠিক করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এ তথ্য জানাননো হয়।

এর আগে গতকাল (১৮ মার্চ) বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জানান করোনা ভাইরাস মোকাবিলায় আদালত বন্ধের বিষয়ে সকল বিচারপতিদের নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, বিশ্বে মহামারির রূপ নেয়া করোনা ভাইরাসে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে। আরো চারজন রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। মারা যাওয়া ব্যক্তির বয়স ৭০-এর বেশি। তিনি বিদেশ ফেরত নন, তবে বিদেশ থেকে আসা এক আত্মীয়ের মাধ্যমে তিনি সংক্রমিত হয়েছিলেন। সংক্রমণের পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। 

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে