Dr. Neem on Daraz
Victory Day

জানালার গ্রিল বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, নোয়াখালী প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ১১:৩১ এএম
জানালার গ্রিল বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নোয়াখালীঃ জেলার কোম্পানীগঞ্জে জানালার গ্রিলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত জহিরুল ইসলাম শান্ত (২৩) জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মালেক ব্যাপারী বাড়ির আবুল কাশেমের ছেলে।  

রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বসুরহাট উত্তর বাজারের শাহীন মেটাল ওয়ার্কসপে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শান্ত বসুরহাট উত্তর বাজারের শাহীন ওয়ার্কসপ মেটালে চাকরি করত। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে দোকানের অন্য কর্মচারী আরজুসহ গ্যারেন্ডার মেশিন দিয়ে জানালার গ্রিলের কাজ করার সময় হঠাৎ শান্ত বিদ্যুস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক সঙ্গে থাকা আরজু দোকানের মেইন সুইচ বন্ধ করে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।        

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) সোহেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলী আশরাফ। পরবর্তীতে নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মুজাহিদুল ইসলাম সোহেল/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে