Dr. Neem on Daraz
Victory Day

রাঙামাটিতে অর্ধলক্ষাধিক টিকা গ্রহণ


আগামী নিউজ | নিউটন চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১২:০০ এএম
রাঙামাটিতে অর্ধলক্ষাধিক টিকা গ্রহণ

ফাইল ছবি

রাঙামাটঃ জেলার কোভিড-১৯ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অন্যান্য জেলার পাশাপাশি রাঙামাটি জেলাতেও সর্বাত্বক লকডাউন বিধিনিষেধ কার্যকর করতে এবং জনসাধারণকে সচেতনতাসহ চলছে টিকা কার্যক্রমের কাজ। তারই প্রেক্ষিতে জেলাতে করোনার ভ্যাকসিনের টিকা নিয়েছেন অর্ধলক্ষেরও বেশি সচেতন মানুষ। বর্তমানে রাঙামাটি সদর হাসপাতাল, পুলিশ হাসপাতাল ও রাঙামাটি সেনানিবাস কেন্দ্র ছাড়াও জেলার ১০টি উপজেলায় এ টিকার কার্যক্রম অব্যাহত রয়েছে। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলায় (২৮ জুলাই) পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৪৫ হাজার ৫৯৯ জন, দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১৯ হাজার ২৪ জন।

সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, জেলাতে এ পর্যন্ত টিকার স্বল্পতা ও ঘাটতি নেই। সুতরাং সাধারণ সচেতন মানুষ দৈনিক টিকা গ্রহণে আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। বুধবার (২৮জুলাই) রাঙামাটিতে আরো ৯ হাজার ৬শ ডোজ টিকা এসেছে বলেও জানান।

এদিকে সরেজমিনে রাঙামাটি সদর হাসপাতালে গিয়ে দেখাগেছে, করোনার টিকা নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে পরিলক্ষিত হয়েছে। আগের তুলনায় বর্তমানে রাঙামাটি সদরে টিকা গ্রহণে মানুষের বেশ আগ্রহ বেড়েছে বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শওকত আকবর খাঁন।

রাঙামাটিতে করোনার ভ্যাকসিন বা টিকা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও  এলাকা ভিত্তিক সামাজিক সংগঠন নিরীহ জনসাধারণকে উদ্ধুর্ধকরন ও প্রচারের কাজ অব্যাহত রেখেছেন।

রাঙামাটি জেলাতে করোনায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫৮৪ জন, সুস্থতা ১৯৭৪ জন, আইসোলেশন ৫৮৮ জন রয়েছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে