Dr. Neem on Daraz
Victory Day

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে জরুরি গাড়ির সঙ্গে পার হচ্ছে যাত্রী


আগামী নিউজ | বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি  প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৪:৩৭ পিএম
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে জরুরি গাড়ির সঙ্গে পার হচ্ছে যাত্রী

ছবি : আগামী নিউজ

মানিকগঞ্জঃ দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ফেরিঘাটে আসা সবগুলো ফেরিতেই ছিল ভরপুর যাত্রী, যাত্রীবহনকারী গাড়ি ও মোটরসাইকেলের ভিড়।

শনিবার (২৪জুলাই) সকাল থেকেই পাটুরিয়া ফেরিঘাটে ফেরিতে সব ধরণের গাড়ি পারাপার হতে দেখা যায়।

চলমান লকডাউনের কঠোর বিধিনিষেধের আজ দ্বিতীয় দিন। প্রথমদিন থেকেই বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল। তবে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দেখা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে জরুরি পণ্য সেবা গাড়ির সঙ্গে ফেরিতে পার করা হচ্ছে যাত্রীসহ সব ধরণের গাড়ি।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আসা সব ফেরিতেই যাত্রী ও যাত্রী বহনকারী গাড়ি পার হচ্ছে। শুধু বাস চলাচল বন্ধ আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, জরুরি পণ্য সেবা, রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে। তবে সুযোগ বুঝে যাত্রী ও ছোট গাড়িও পার হয়ে যাচ্ছে। মানবিক কারণে তাদের ফেরি থেকে নামিয়ে দেওয়া যাচ্ছে না।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে