Dr. Neem on Daraz
Victory Day

পিকআপের ধাক্কায় ইজিবাইকের শেষ যাত্রীও মারা গেলেন


আগামী নিউজ | রাজু আহমেদ, ফকিরহাট (বাগেরহাট)প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০৯:১৭ পিএম
পিকআপের ধাক্কায় ইজিবাইকের  শেষ যাত্রীও মারা গেলেন

ছবিঃ আগামী নিউজ

বাগেরহাটঃ জেলার ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপের ধাক্কায় আহত ইজিবাইকের যাত্রী নূর মোহাম্মদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৩ জুলাই) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর একমাত্র তাকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তার মৃত্যুর ফলে দুর্ঘটনাকবলিত ইজিবাইকের সাত যাত্রীই মারা গেলেন।

এর আগে সকালে ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নূর মোহাম্মদকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পরপরই পিকআপের চালক ওসমান গনিকে (২০) আটক করেছে পুলিশ। ওসমান গনি সাতক্ষীরার কালিগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।

নিহত সাতজন হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী বাজার এলাকার মৃত আব্দুল ওহিদের ছেলে আব্দুল হাই (৫৫), ব্রি-চাকশ্রী এলাকার শেখ আলী আহম্মদের ছেলে শেখ নূর মোহাম্মদ (৬০), একই এলাকার মৃত শেখ দলিল উদ্দীনের ছেলে শেখ রেজাউল (ইজিবাইক চালক), ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ এলাকার দিলিপ রাহার ছেলে উৎপল রাহা (৪২), একই এলাকার মৃত জগদিশ দত্তের ছেলে নয়ন দত্ত (২৭), ফকিরহাট উপজেলার পারনওয়াপাড়া এলাকার কালিপদ দের ছেলে গৌড়নন্দ দে (৫০) ও বাগেরহাট সদর উপজেলার দক্ষিণখানপুর গ্রামের মন্তাষ শেখের ছেলে নজরুল শেখ (৫৫)।

রামপাল বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির বলেন, সকালে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন আমার ইউনিয়নের বাসিন্দা। তাদের দিনমজুরির কাজের ওপরেই পরিবারের ভরণপোষণ চলত। উপার্জনক্ষম প্রধান ব্যক্তিদের হারিয়ে তাদের আয়-উপার্জনের পথ বন্ধ হয়ে গেল। আমি তাদের বাড়িতে গিয়েছি। পরিবারের সদস্যদের শান্তনা দিয়েছি। চেষ্টা করবো পরিবারগুলো জন্য কিছু করার।

বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এতজন মানুষের প্রাণহানি খুবই দুঃখজনক। স্বজন হারানোর বেদনা যে কতটা নির্মম, কতটা কঠিন, তা একমাত্র স্বজন হারানো মানুষেরাই জানেন। আমরা নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিবো। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে