Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় শেষমূহূর্তে জমে উঠেছে কাঠের গুড়ি কেনাবেচা


আগামী নিউজ | দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ০৭:৪০ পিএম
দুপচাঁচিয়ায় শেষমূহূর্তে জমে উঠেছে কাঠের গুড়ি কেনাবেচা

ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় ঈদুল আযহা কে ঘিরে কোরবানী পশুর মাংস প্রক্রিয়াজাতকরনের জন্য প্রয়োজনীয়  কাঠের গুড়ি কেনাবেচা  জমে উঠেছে শেষমূহূর্তে।এর আগে উপজেলার বিভিন্নহাট বাজারে প্রায় এক সপ্তাহ যাবত কাঠের গুড়ির ভ্রাম্যমান দোকান দেখা গেলেও তা ক্রেতাশূন্য দেখা যায়।

মঙ্গলবার (১৮ জুলাই) উপজেলার সিও অফিস সংলগ্ন প্রেসক্লাব চত্বরে কাঠের গুড়ির পসরা বসিয়েছে ভ্রাম্যমান দোকানিরা। বৃষ্টিবিঘ্নিত ওইসব দোকানে সকাল থেকেই জমতে শুরু করে ক্রেতারা।

বিক্রেতারা জানায়, শেষমূহূর্তে কেনাবেচা শুরু হয়েছে। সকাল থেকে যেভাবে বিক্রি করা যাচ্ছে তাতে একসপ্তাহব্যাপী দোকান নিয়ে বসে থাকার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব।আজ  দিনরাত বিক্রি শেষে ঈদের দিন সকাল পর্যন্ত বিক্রি হবে কাঠের গুড়ি।

একজন ক্রেতা জানায়, মানভেদে ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে কাঠের গুড়ির। কোরবানীর মাংস প্রক্রিয়ায় প্রয়োজনীয় বস্তু এটি।  তাই যে দামেই হোক কিনতে হচ্ছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে