Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় দেশি মাছের বিস্তার রোধে শিকারীদের নিধনযজ্ঞ !


আগামী নিউজ | মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০২১, ০২:০০ পিএম
দুপচাঁচিয়ায় দেশি মাছের বিস্তার রোধে শিকারীদের নিধনযজ্ঞ !

ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ বর্ষায় ফসলের মাঠে জমেছে জল। জমে থাকা জলে ছড়িয়ে পড়েছে দেশি মাছ। দিনে রাতে দেশি মাছগুলো শিকারের নিধনযজ্ঞে মেতেছে  অসংখ্য শিকারী।

দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায়  ওইসব দেশি মাছ শিকারের জন্য খৈলশুন, পলই, ভাঁড়, ধোরকা, ক্যারেন্ট জাল, সুতি জাল, খরা জাল,ডুবা বরশিসহ বিভিন্ন রকমের ফাঁদ ব্যবহার করছে শিকারীরা।

দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে চোখে পড়ছে মহাসমারোহে দেশি মাছ শিকারের চিত্র। দিনের চেয়ে রাতের বেলায় নামছে দ্বিগুন হারে শিকারীরা। সন্ধ্যা পেরোলেই দেশি মাছ শিকারে নামছে দলে দলে লোকজন। একহাতে টর্চের আলো জ্বালিয়ে আর অন্যহাতে পলই নিয়ে দেশি মাছ শিকারের নিধনযজ্ঞ চালাচ্ছে শিকারীরা রাতব্যাপী।

আদমদীঘি তাছের উদ্দিন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক শামশুজ্জামান ছালাম আগামী নিউজকে বলেন, দেশি মাছ  আর আগের মত নাই। দেশি মাছের বংশ বিস্তারের এমন সময়ে এভাবে মাছ শিকার করলে দেশি মাছ কমে যাওয়ার পথ আরও ত্বরান্বিত হবে। মৎস্য আইনের যথাযথ প্রয়োগ করে দেশি মাছ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের এগিয়ে আসা উচিত।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে