Dr. Neem on Daraz
Victory Day

বাগেরহাটে সংগীত শিল্পীর মরদেহ উদ্ধার


আগামী নিউজ | শেখ বাদশা, বাগেরহাট জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৭, ২০২১, ০৯:০৭ পিএম
বাগেরহাটে সংগীত শিল্পীর মরদেহ উদ্ধার

বাগেরহাটঃ  জেলার চিতলমারীতে মনোরঞ্জন মন্ডল (৬৫) নামের এক সংগীত শিল্পীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মনোরঞ্জন মন্ডল উপজেলার চরবানিয়ারী উত্তরপাড়া গ্রামের মহানন্দ মন্ডলের ছেলে ও বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের (পল্লীগীতির) নিয়মিত শিল্পী।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন প্রবীন প্রতিবেশী বলেন, বেশ কিছুদিন ধরে মনোরঞ্জন মন্ডলকে স্থানীয় সুদে কারবারিরা টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। এ নিয়ে তিনি খুব বিব্রতকর অবস্থায় ছিলেন। গত বুধবার রাতে বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখেন শেখর নামের এক ব্যাক্তি তারপর আমাদের খবর দেন। পরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান সাংবাদিকদের বলেন, মনোরঞ্জন মন্ডলের আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কিন্তু এ এলাকার মানুষ সুদ কারবারিদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে