Dr. Neem on Daraz
Victory Day

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাইলিং মিস্ত্রির মৃত্যু


আগামী নিউজ | মোক্তার হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২১, ০৬:৫৪ পিএম
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাইলিং মিস্ত্রির মৃত্যু

ছবি সংগৃহীত

গাজীপুরঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পাইলিং মিস্ত্রি ফিরোজ (৩৫) হয়েছেন। সে শেরপুরের নকলা উপজেলার নারায়নখোলা এলাকার মৃত আছিম উদ্দিন খানের ছেলে।

শুক্রবার বিকেলে তিনি মারা যান। গাজীপুর মেট্রোপলিটন পুরিশ (জিএমপি’র) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, স্থানীয় বর্ষা সিনেমা হলের পেছনে টেক্সি গ্রুপ গার্মেন্টস কারখানায় নির্মাণধীন ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন ফিরোজ। বিকেল তিনটার দিকে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। সহকর্মীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ফিরোজ গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া এলাকায় থেকে পাইলিং মিস্ত্রির কাজ করতেন।  

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে