Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে একদিনে করোনায় দুই নারীর মৃত্যু 


আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১, ০৬:৫৭ এএম
ঝিনাইদহে একদিনে করোনায় দুই নারীর মৃত্যু 

ছবি: আগামী নিউজ

ঝিনাইদহ: ৮ ঘন্টার ব্যবধানে ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আফরোজা সুলতানা (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পৌরসভার পবহাটি ঈদগাহপাড়া এলাকার মোঃ আব্দুল্লাহ শাহার'র স্ত্রী। 

জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, গত ২৯ মার্চ আফরোজা সুলতানার করোনা পজিটিভ আসে। এরপর তাকে যশোর সিএমএইচ হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ১২ এপ্রিল সোমবার বিকাল ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেলা প্রশাসক জনাব মোঃ মজিবর রহমান এর নির্দেশে ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আব্দুল হামিদ খান দাফন কাফনের ব্যবস্থা করেন।

এদিকে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় লিলি বেগম (৪৩) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। এই নিয়ে দুইদিনে জেলায় ৩ জন নারীর মৃত্যু হলো। জেলায় এই নিয়ে করোনায় ২৫৮৬ জন আক্রান্ত, সুস্থ হয়েছেন ২৪১১ ও মৃত্যুবরণ করেছেন ৭২ জন। 


আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে