Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় এমপিকে দুদকের তলব


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৮:৪৫ পিএম
বগুড়ায় এমপিকে দুদকের তলব

সংগৃহীত

বগুড়া: বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ ই মার্চ রবিবার তাকে দুদক বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ে হাজির হবার জন্য বলা হয়েছে।

দুদুক বগুড়া জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আমিনুল ইসলাম আগামী নিউজকে জানান, স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভুত উপার্জনের অভিযোগ পাওয়া গেছে। তাই তাকে আগামী ১৪ই মার্চ স্বশরীরে দুদক বগুড়ার নিশিন্দারা কার্যালয়ে হাজির হবার জন্য নোটিশে বলা হয়েছে।

এ বিষয়ে জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তার সংযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রেজাউল করিম বাবলু নির্বাচিত হন। এরপর অল্পদিনের মধ্যে নানা কারণে তিনি আলোচিত-সমালোচিত হয়ে উঠেন।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে