Dr. Neem on Daraz
Victory Day

নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস পালিত 


আগামী নিউজ | একে সাজু, নওগাঁ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৪:৩৯ পিএম
নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস পালিত 

ছবি: আগামী নিউজ

নওগাঁ  :  জেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা  মহিলা  বিষয়ক  অধিদপ্তর  নওগাঁ’র  উপ-পরিচালক  ইশরাত জাহানের সভাপতিত্বে “করোনা  কালে  নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” শিরোনামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা ও সহকারী পুলিশ সুপার মোছা. সুরাইয়া খুতন। 

মোঃ কায়েস উদ্দিন ও নুরুন্নাহার সুষমা সাথী’র সঞ্চালনায় নারী দিবসের প্রেক্ষাপট এবং গুরুত্ব তুলে ধরে  আলোচনা  করেন  পরিবার পরিকল্পনা বিভাগের  উপ-পরিচালক  ড.আমিনা  কস্তুরী কুইন, নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নারী উদ্যোক্তা পারভীন আক্তার, সাধারন সম্পাদক নারী উদ্যোক্তা  লিপি  সাহা,  তথ্য আপা তানিয়া  খন্দকার এবং প্রশিক্ষনার্থী তানিয়া আক্তার। 

আগামী নিউজ/মালেক
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে