Dr. Neem on Daraz
Victory Day

মাগুরায় নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত


আগামী নিউজ | মোখলেছুর রহমান,মাগুরা জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১, ২০২১, ০৩:৩৪ পিএম
মাগুরায় নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

ছবি: আগামী নিউজ

মাগুরাঃ ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। জনমনে বীমা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরীতে আজ সোমবার সকালে শহরের সৈয়দ আতর আলী সড়কে শোভাযাত্রা ও মানববন্ধন করে সমাবেশ রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স। 

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশন মাগুরা শাখার ম্যানেজার ইনচার্জ সোহরাব হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, সিনিয়র উন্নয়ন অফিসার মোস্তাফিজুর রহমান মন্নু, উন্নয়ন অফিসার মিজানুর রহমান, অপূর্ব সরকার, স্মৃতি সেন, ফরিদা রহমান ও এস আলম তুহিন। 

বক্তারা বলেন, দেশের সামগ্রীক অর্থনৈতিক উন্নয়নে বীমা খাতের ব্যাপক ভূমিকা রয়েছে। মানুষের জীবন এবং সম্পতির আর্থিক নিরাপত্তা বীমার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক উন্নয়নে স্বাধীনতার পর জাতির পিতা বীমা শিল্পকে জাতীয়করণ করেন। 

জেলা সদরের পাশাপাশি শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলায় এ দিবস পালিত হয়েছে।

আগামীনিউজ/সোহেল 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে