Dr. Neem on Daraz
Victory Day
                                   

সৈয়দপুরে পৌরমাতা হলেন বেবী


আগামী নিউজ | জিকরুল হক, উত্তরাঞ্চল প্রতিনিধি  প্রকাশিত: মার্চ ১, ২০২১, ০৩:২২ পিএম
সৈয়দপুরে পৌরমাতা হলেন বেবী

ছবি: আগামী নিউজ

নীলফামারীঃ জেলার সৈয়দপুর পৌরসভা নির্বাচনে গৃহবধু থেকে পৌরমাতা হলেন রাফিকা আকতার জাহান বেবী। গতকাল রবিবার রাত ৯টায় বেসরকারি ফলাফলে এ ঘোষণা দেয়া হয়।

বেবী নৌকা প্রতীক নিয়ে ভোটযুদ্ধে লড়েন। প্রয়াত স্বামীর পরিচয়ে ও জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তার বদৌলতে জয়ের মালা গলায় পড়তে সক্ষম হন তিনি। সৈয়দপুর পৌরসভা প্রতিষ্ঠার ৬২ বছর পর একজন নারী মেয়র নির্বাচিত হলেন।

অবশ্য নৌকা মার্কা ভোট পক্ষে আনতে গিয়ে নির্বাচনী সহিংসতায় মোঃ ছোটন (৫৪) নামের এক ব্যক্তি ভোটের দিনে নিহত হয়েছেন। কাউন্সিলর পদে ব্রীজ মার্কার প্রার্থী কাজী নজরুল ইসলামের কর্মী সমর্থকদের সাথে উট মার্কার প্রার্থী সাদেদুজ্জামান দিনার সরকারের কর্মী সমর্থকদের সংঘর্ষের মাঝখানে পরে প্রাণ হারান ওই লোকটি। 

ভোটের ফলাফলে নৌকার মাঝি ভোট পেয়েছেন ২৮ হাজার ২৭৮, নিকটতম প্রতিদ্বদ্বী ধানের শীষের রশিদুল হাজ্বী ভোট পেয়েছেন ১০ হাজার ৯৭৫। বেলা ১১টায় ভোট বর্জন করেন লাঙ্গল মার্কার প্রার্থী। তারপরও লাঙ্গল মার্কার আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক ভোট পেয়েছেন ৯ হাজার ৬৬৩। হাত পাখা মার্কার মেয়র প্রার্থী হাফেজ নূরুল হুদা নির্বাচন বর্জন করার পরও ভোট পান ১ হাজার ৮৪৩ ও স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি মোবাইল ফোন মার্কায় ভোট পেয়েছেন ১ হাজার ৮৯২। ২৮ ফেব্রুয়ারি সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন প্রার্থী ভোটযুদ্ধে লড়েন। 

ওই দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে সংঘর্ষ শুরু হয়। এর ফলে নৌকা মার্কার কর্মী সমর্থক এবং পুলিশ, বিজিবি, র‌্যাব, ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য দলের কর্মী সমর্থক কেউ ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন না। 
 
আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে