Dr. Neem on Daraz
Victory Day

বগুড়া পৌরসভায় এই প্রথম ইভিএমে ভোট শুরু


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ১১:০৩ এএম

বগুড়াঃ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রথমবারের মত বগুড়া পৌরসভায় ইভিএমের মাধমে ভোট গ্রহণ শুরু হয়েছে। পৌর এলাকার ২১ টি ওয়ার্ডে ১১৩ টি কেন্দ্রে ৮৩০ টি বুথে ভোট নেয়া হচ্ছে। সব কেন্দ্রেই উৎসবমুখর পরিবেশ ভোট দিচ্ছে ভোটাররা।

এছাড়া ৩২টি কেন্দ্রের নিরাপত্তা ৬০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ভোট কেন্দ্রগুলোতে রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোটার উপস্থিতি অনেক বেশি। ভোট কেন্দ্রে সহিংসতা এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়।

আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এছাড়াও ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১১৩ জন প্রিজাইডিং অফিসার, ৮৩০ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৬৬০ জন পোলিং অফিসার ও ২ হাজার ৬০৩ জন ভোট গ্রহনকারী কর্মকর্তা কাজ করছেন।

বগুড়া পৌরসভায় ৪ জন মেয়র, ৫০ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও ১৩০ জন কাউন্সিলসহ ১৮৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে