Dr. Neem on Daraz
Victory Day

উচ্ছেদের প্রতিবাদে উত্তাল মিরপুর


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ০৩:২৫ পিএম
উচ্ছেদের প্রতিবাদে উত্তাল মিরপুর

ছবি: সংগৃহীত

ঢাকাঃ বিহারি ক্যাম্পে ভাঙচুর ও হামলার প্রতিবাদে বিহারি নেতাদের অনশনে বসার পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর মিরপুর।

আজ বুধবার সকাল ৯টা থেকে রাজধানীর মিরপুরের ১১ এভিনিউ ৪ রোডে বড় মসজিদের সামনে বসে এ বিক্ষোভ করছে তারা। কিছুক্ষণ পরপর মেয়র আতিকুল ইসলাম ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নুর কুশপুত্তলিকা দাহ করছে বিক্ষুব্ধ বিহারিরা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আপিল বিভাগের আদেশ অমান্য করে বিহারি ক্যাম্প ভাঙচুর ও হামলার ঘটনায় মেয়র আতিকসহ জড়িত সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণসহ পুনর্বাসন ও উচ্ছেদের আগে পুনর্বসনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণার দাবিতে বিহারিদের পাঁচটি সংগঠনের নেতাকর্মীসহ গণঅনশনে বসে বিহারিরা।

উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট, ওয়েল ফেয়ার মিশন অব বিহারিজ, এসপিজিআরসি মিরপুর শাখা, বাংলাদেশ মোহাজির ওয়েলফেয়ার অ্যান্ড ডেভলপমেন্ট কমিটি মিরপুর শাখা ও মিরপুর নন-লোকাল রিলিফ কমিটির যৌথ উদ্যেগে এ গণঅনশন পালিত হচ্ছে। তাদের বসার পরপরই স্থানীয় বিহারিরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এ বিষয়ে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট’র সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু বলেন, ‘আগামী ২ মে পর্যন্ত আপিল বিভাগের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও অবৈধভাবে আমাদের ক্যাম্পের ঘর-বাড়ি ভাঙচুর করেছে ডিএনসিসি। মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলার সময় কাউন্সিলর নান্নুর ভাই নিরীহ বিহারিদের অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন। আমরা এ হামলার সঙ্গে জড়িত মেয়র আতিকসহ সকলের শাস্তি চাই।’

তিনি আরও বলেন, ‘গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী হাজার হাজার গৃহহীনদের বাড়ি উপহার দিয়েছেন। সেদিনিই মিরপুরে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে হাজারো উর্দুভাষীদের গৃহহীন করেছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। আমাদের এই ক্যাম্পগুলোতে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নুসহ শতাধিক প্রভাবশালীদের প্লট রয়েছে। উচ্ছেদ অভিযানের পরপরই এ প্লটগুলোর বেশ কিছু জায়গা দখল করা হয়েছে।’ ন্যায় বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন বিহারিদের এ নেতা।

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে